বদলে যাচ্ছে শৈশব (ভিডিওসহ)

আগে গ্রামাঞ্চলে বর্ষায় ধান ক্ষেতে বা বাড়ির পাশে জমে থাকা পানিতে শিশুদের মাছ ধরার দৃশ্য ছিল স্বাভাবিক। কিন্তু এখন আর তেমন একটা চোখে পড়ে না এসব দৃশ্য। এর জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোনের বিভিন্ন গেইম।
বদলে যাচ্ছে শৈশব (ভিডিওসহ)

মোবাইল গেইমের আসক্তিই শিশুদের শৈশবকে বন্দী করে ফেলছে বলে অভিযোগ অনেক অভিভাবকেরই।

তবে এখনও ঝালকাঠির শহরতলী কিংবা গ্রামাঞ্চলে শিশুদের খালে বিলে মাছ ধরায় মেতে উঠতে দেখা যায়। বৃষ্টি পেলেই ফুটবল নিয়ে মাঠেও নেমে যায় দল বেঁধে।

হ্যালো কথা বলে এমন শিশু ও অভিভাবকদের সঙ্গে।

অভিভাবকরা জানান, শিশুরা এখন মোবাইল-ইন্টারনেট নিয়েই ব্যস্ত থাকছে। মাছ ধরা কিংবা স্থানীয় নানারকম খেলাধুলার সাথে তারা পরিচিত নয়। আর অনেক শিশু সাঁতারও জানে না। তাই শৈশব অনেকটা বদলে গেছে।

তবে এমন কয়েকজন অভিভাবক পাওয়া গেছে, যারা ছুটির দিনে সন্তানকে নিয়ে মাছ ধরতে যান। শিশুরা এমন পরিবেশ পেয়ে মেতে ওঠে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com