আদিবাসী অধিকার ঘোষণাপত্রের এক দশক

আদিবাসীদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরা ও তাদের অধিকার নিশ্চিতের জন্য প্রতি বছর ৯ অগাস্ট পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। ১৯৯৪ সাল থেকে এ দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। 
আদিবাসী অধিকার ঘোষণাপত্রের এক দশক

জাতিসংঘের সাধারণ পরিষদে ২০০৭ সালের এই দিনে আদিবাসী অধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়। এ ঘটনার দশ বছর পূর্তি হলো এ বছর।  

তাই এবারের আদিবাসী দিবসের প্রতিপাদ্য হলো, জাতিসংঘের আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্রের এক দশক পূর্তি।

আদিবাসী বলতে বোঝানো হয়ে থাকে এমন জনগোষ্ঠীকে যারা কোনো নির্দিষ্ট অঞ্চলে অনুপ্রবেশকারীদের আগে থেকেই বসবাস করত। তাদের রয়েছে নিজস্ব ভাষা, লিপি, সংস্কৃতি ও রীতিনীতি। আদিবাসীদের অনেকেই ক্ষুদ্র জাতিসত্তা বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সম্বোধন করে থাকে।

বাংলাদেশে চাকমা, মারমা, ওরাং, মণিপুর, হাজং, খাসিয়া, কড়া, ত্রিপুরা, গারো, লামাসহ প্রায় ৪৭ টি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে।  

আদিবাসী দিবসে বাংলাদেশের ‘আদিবাসী’ স্বীকৃতি পাওয়ার দাবি জানিয়েছে তারা।  বাংলাদেশ সরকার তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে অভিহিত করলেও আদিবাসী স্বীকৃতি দেয়নি। 

জাতিসংঘ জানিয়েছে পৃথিবীতে ৩৭ কোটি আদিবাসী মানুষ বসবাস করছেন। তারা পৃথিবীর ৯০টি দেশজুড়ে বসবাস করছেন। আর এ আদিবাসীদের রয়েছে প্রায় সাত হাজারের মতো ভিন্ন ভাষা। 

আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে অনেক আদিবাসী জাতি রয়েছে। সময়ের বিবর্তনে এদের অনেক জাতি ও ভাষা লোপ পেয়েছে। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com