পদ্ম ফুলের বেতানি বিল (ভিডিওসহ)

বড়দের পাশাপাশি শিশুরাও ঘুরতে আসে এখানে। পদ্ম ফুলের শোভা ফুল প্রেমিদের টেনে আনে পদ্ম ফুলের এই গ্রামে।

জলের উপর বিছানো থালার মতো গোলাকার সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা লাল সাদা পদ্ম দেখতে কার না ভালো লাগে।

অসংখ্য পাপড়ির চমৎকার বিন্যাসে সজ্জিত এক একটি পদ্ম যে কোনো মানুষের হৃদয় কাড়ে সহজেই।

বলছিলাম রংপুর জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার বেতানি বিলে থরে থরে ফুটে থাকা পদ্মরাশির কথা। যা দেখতে প্রতিদিনই অনেক মানুষ ভিড় করে।

বড়দের পাশাপাশি শিশুরাও ঘুরতে আসে এখানে। পদ্ম ফুলের শোভা ফুল প্রেমিদের টেনে আনে পদ্ম ফুলের এই গ্রামে।

জেলা শহর থেকে বাস, মোটর সাইকেল কিংবা সিএনজি চালিত অটোরিকশায় যেতে সময় লাগবে বড়জোর ২০ থেকে ২৫ মিনিট।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com