সিরাজগঞ্জে বই উৎসব (ভিডিওসহ)
সারা দেশের মতো সিরাজগঞ্জেও উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিশুদের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এক শিক্ষার্থী বলছিল, “আমি ছয়টা বই পেয়েছি। বই পেয়ে আমি খুবই খুশি।”
আরেক শিক্ষার্থী বলে, “বই পেয়েছি আমি খুবই খুশি হয়েছি।”
সদর উপজেলার শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা যায় তীব্র শীতের কারণে বই উৎসব দেরিতে শুরু হলেও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তবে পুরো সেট বই হাতে পায়নি সব শিক্ষার্থী। স্কুলটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ছয়টি, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পাঁচটি ও নবম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিষয়ের নতুন বই হাতে পেয়েছে।
আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম হ্যালোকে বলেন, “আমরা চেষ্টা করেছি সকলের হাতেই নতুন বই তুলে দেওয়ার জন্য।”
সহকারী শিক্ষক গোপাল চন্দ্র বলেন, “পুরোপুরি বই আসে নাই বিধায় যেগুলো বই আসছে এগুলাই আমরা বিতরণ করতেছি।”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিরাজগঞ্জ।