নেত্রকোণায় প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্ত হয়নি ২৫ বছরেও!

শিক্ষার্থীদের মধ্যে ১০ জন আবাসিক শিক্ষার্থী হিসেবে বিদ্যালয়ে থেকে পড়াশোনা করে আসছে।
নেত্রকোণায় প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্ত হয়নি ২৫ বছরেও!

নেত্রকোণার ‘অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়’ ২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি।

সদর উপজেলার সাজিউড়া গ্রামে ১৯৯৭ সালে প্রতিবন্ধীদের জন্য নির্মিত বিদ্যালয়টি এলাকাবাসীর সহায়তায় চলছে বলে জানা যায়।  

২০ শতাংশ জমিতে দাঁড়িয়ে থাকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন হাবিবুর রহমান নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক। তার বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক, কর্মচারী ও প্রায় ২০০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে।

হাবিবুর রহমান জানান, শিক্ষার্থীদের মধ্যে ১০ জন আবাসিক শিক্ষার্থী হিসেবে বিদ্যালয়ে থেকে পড়াশোনা করে আসছে।

তিনি বলেন, “এই স্কুলটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য বার বার চেষ্টা করছি। বিভিন্ন রকমের কৌশল কীভাবে সাক্ষাৎ করা যায়, একবার আমার জীবনকে বাজি রেখে নেত্রকোণা থেকে পায়ে হেঁটে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আট দিনে পৌঁছাই। কিন্তু সেদিনও আমি সফলতা অর্জন করতে পারি নাই। যাই হোক এটা দুর্ভাগ্য আমার জন্য কিনা জানি না। আমাদের এই স্কুলটা যাতে এমপিওভুক্ত করার বিষয়টি সুনিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমি সকলের কাছে আমার এই সবিনয় নিবেদন।” 

এই শিক্ষক হ্যালোকে আরও জানান, এমপিওভুক্তির জন্য বিভিন্ন সময়ে সরকারি নিয়ম মেনে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহায়তায় কোনো রকমে বিদ্যালয়ের কার্যক্রম চলছে।

প্রতিবন্ধীদের এই বিদ্যালয়টি এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com