নেত্রকোণায় প্রতিবন্ধীদের স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ (ভিডিওসহ)

'বই পাইলে অনেক আনন্দ পাই।'

নেত্রকোণায় একটি প্রতিবন্ধী স্কুলে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আমেরিকা প্রবাসী এক ব্যক্তির সহায়তায় সদর উপজেলার পল্লী উন্নয়ন সংস্থা পরিচালিত অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দৃষ্টি, মানসিক, বাক, শ্রবণ, বুদ্ধি, শারীরিক ও অটিজম প্রতিবন্ধী ৫০ শিক্ষার্থীকে বই, খাতা, কলম আর তেল, ডাল, সেমাই, চিনিসহ ১০ ধরণের খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়।

সম্প্রতি বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুর রহমান স্কুল ভবনেই এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এক শিক্ষার্থী বলে, “বই পাইলে অনেক আনন্দ পাই।”

এক অভিভাবক বলেন, “বাচ্চা পড়ালেখা করবে। এতেই আমরা খুশি।”

বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, “আমেরিকা প্রবাসী এক ব্যক্তি আমাদের কিছু অর্থ সাহায্য করেছেন। তাই দিয়ে আমরা শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও খাদ্য উপকরণ দিয়েছি।”

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে স্থাপিত এই বিদ্যালয়টি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন ব্যক্তির দান, অনুদানে চলে আসছে। বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক-কর্মচারি কোনো রকম বেতন ছাড়াই শিক্ষকতা করেন। এই বিদ্যালয়টিতে বর্তমানে একশ ৬৪জন শিক্ষার্থী রয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com