নেত্রকোণায় স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন (ভিডিওসহ)

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

নেত্রকোণার কলমাকান্দার বরুয়াকোনা সাধু ফেডারিক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক ও প্রাক্তন শিক্ষার্থী পুলিশ কর্মকর্তা সুমন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

আলোচনা সভার সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী মনজুরুল আমিন।

বিচারপতি ওবায়দুল হাসান প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা ভালোভাবে লেখাপড়া করে আমার মতো অথবা বাংলাদেশের প্রধান বিচারপতি হও। এর চেয়েও আরো বড় হও।” 

সুবর্ণজয়ন্তীতে দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণ করেন।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com