নেত্রকোণার ফুলকলি বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (ভিডিওসহ)

"লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা করতে হবে। একজন পরিপূর্ণ মানুষ হতে হলে সব বিষয়ে জ্ঞান থাকতে হবে।"

নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরের ফুলকলি বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

শিক্ষকদের পাশাপাশি অনুষ্ঠানে আগত অতিথি ও অভিভাবকেরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের তাগিদ দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা করতে হবে। একজন পরিপূর্ণ মানুষ হতে হলে সব বিষয়ে জ্ঞান থাকতে হবে।"

বিদ্যালয়ের পরিচালক ভানু চন্দ্র হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা দলীয় গান, একক নৃত্য, কৌতুক অভিনয়ে অংশগ্রহণ করে। ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় খুশি হয়েছেন অভিভাবকসহ দর্শনার্থীরা।"

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com