মেলায় পাহাড়ের রকমারি পণ্য সামগ্রী বিক্রয়ের অর্ধশতাধিক স্টল বসেছে।
Published : 08 Apr 2024, 05:52 PM
পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাইং, বিজু (বৈসাবি) উপলক্ষে খাগড়াছড়িতে চলছে বৈসাবি মেলা, যা শেষ হবে ১২ এপ্রিল।
বৈসাবি উদযাপন কমিটির আয়োজনে জেলা শহরের নিউজিল্যান্ড সড়কের মুখের মাঠে বসেছে এই মেলা।
১২ দিনব্যাপি বৈসাবি মেলায় পাহাড়ের রকমারি পণ্য সামগ্রী বিক্রয়ের অর্ধশতাধিক স্টল বসেছে। স্থানীয় শিল্পীদের নানা পরিবেশনায় মুখর থাকছে মেলা প্রাঙ্গণ।
মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা ও রেলগাড়ি রাইড রয়েছে। এছাড়াও লটারিসহ হরেক পদের খাবার মিলছে এখানে।
পহেলা এপ্রিল এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খাগড়াছড়ি।