'মেয়েকে উচ্চ শিক্ষিত করতে চান এই নারী। মেয়েকে বাল্যবিয়ে দেবেন না বলেও জানান তিনি।'
Published : 28 Mar 2024, 12:32 PM
কবুতর পুষে অভাবের সংসারে স্বচ্ছলতা এনেছেন রাজিয়া বেগম নামের বাগেরহাটের এক নারী।
তিনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া এলাকায় থাকেন।
জানা যায়, নিজ উদ্যোগে টাকা জমিয়ে তিন জোড়া কবুতর কিনেছিলেন তিনি। সেখান থেকে ধীরে ধীরে বাড়ে কবুতরের সংখ্যা। বর্তমানে দেশি, গিরিবাজ, রাজশাহী সুন্দরীসহ নানা জাতের ১৮ জোড়া বড় কবুতর ও নয় জোড়া কবুতরের বাচ্চা রয়েছে তার।
রাজিয়া হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্বামী ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালান। কিন্তু স্বামীর আয়ে সংসারের খরচ মেটানো কষ্টকর হয়ে ওঠে। তখন তিনি সিদ্ধান্ত নেন বসে না থেকে স্বল্প পুঁজির ব্যবসা শুরু করবেন।
রাজিয়া তার আয়ের টাকা থেকে ছেলে-মেয়ের পড়াশোনার খরচসহ সংসারের নানা খরচ মেটান। আগের তুলনায় পরিবারে এখন সচ্ছলতা বেড়েছে বলে জানান তিনি।
হ্যালোকে তিনি বলেন, “আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি কবুতর দেখা শোনা করে। আশেপাশে যারা আছে তারা আমাদের থেকে কবুতর নেয়। আমরা বিক্রি করি, নিজেরাও খাই।”
মেয়েকে উচ্চ শিক্ষিত করতে চান এই নারী। মেয়েকে বাল্যবিয়ে দেবেন না বলেও জানান তিনি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।