খবরাখবর
স্কুল ছুটির পর ফুল বিক্রি করে ইয়াসিন (ভিডিওসহ)
স্কুল ছুটির পর জেলার থানার মোড় থেকে বিক্রির জন্য সে ফুল কিনে আনে।
কুষ্টিয়ায় ফুল বিক্রি করে পরিবারে অর্থের জোগান দেয় ইয়াসিন নামে এক শিশু।
১১ বছর বয়সী এই শিশুকে কুষ্টিয়া সরকারি কলেজের আশেপাশে ফুল বিক্রি করতে দেখা যায়।
জেলার মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ইয়াসিন জানায়, ফুল বিক্রি করেই নিজের পড়াশোনার খরচ চালায় সে। স্কুল ছুটির পর জেলার থানার মোড় থেকে বিক্রির জন্য সে ফুল কিনে আনে।
ইয়াসিন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “স্কুল করে ,খাওয়া-দাওয়া করে এরপর আসি ফুল বিক্রি করতে। ২০ টাকা পিছ ফুল কিনে ৩০ টাকা করে বিক্রি করি।”
জেলার ত্রিমোহনী এলাকায় মায়ের সঙ্গে থাকে এই শিশু। পড়াশোনার পাশাপাশি কাজ করলেও ঠিক সময়েই পড়া শেষ করে সে। ফুল বিক্রি করে যে টাকা আয় হয় তা পুরোটাই তুলে দেয় মায়ের হাতে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুষ্টিয়া।