টানা বৃষ্টিতে সাতক্ষীরার বেড়িবাঁধের নাজুক অবস্থা (ভিডিওসহ)

বাঁধের নাজুক অবস্থা দৃশ্যমান হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানায় এলাকাবাসী।

সাগরে নিম্নচাপের ফলে টানা বৃষ্টিতে সাতক্ষীরার উপকূলীয় বেড়িবাঁধগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

অবিরাম বর্ষণে প্রায় সবগুলো বাঁধের নাজুক অবস্থা দৃশ্যমান হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানায় এলাকাবাসী।

সোমবার জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করে। কয়েক ঘণ্টার মধ্যেই তা সংস্কার করে এলাকার মানুষ।

শ্যামনগরের গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, কাশিমাড়ি, কৈখালী ও রমজামনগরের বেড়িবাঁধের অবস্থাও বেশ নাজুক।

এ ব্যাপারে শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন জানান, শ্যামনগর উপকূলেী যে কোনো ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com