নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে পড়াশোনা করছে কিশোরী

'বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করে যাবে বলেও জানায় এই কিশোরী।'
নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে পড়াশোনা করছে কিশোরী

তিন বার নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে বাগেরহাটের এক কিশোরী।

সে তার পরিবারের সঙ্গে বাগেরহাট সদর উপজেলার একটি গ্রামে থাকে।

কথায় কথায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই কিশোরী জানায়, অষ্টম শ্রেণিতে পড়াকালীন প্রথম সে নিজের বাল্যবিয়ে রুখে দেয়। নবম ও দশম শ্রেণিতে পড়াকালীনও দু’বার জোর করে বিয়ে দিতে চেয়েও সফল হয়নি তার পরিবার।

হ্যালোকে সে বলে, “আমি বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতে পেরে বাল্যবিয়ে করতে চাইনি।

“আমি পরিবারকে বলি, আমি বাল্যবিয়ে করব না। আমি পড়াশোনা করব।”

সে এখন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বড় হয়ে শিক্ষকতা করার স্বপ্ন তার।

পড়াশোনার পাশাপাশি এখন সে গৃহশিক্ষক হিসেবে কাজ করে আয় করছে। নিজের আয়ের টাকা দিয়েই সে নিজের পড়াশোনার খরচ জোগাচ্ছে।

বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করে যাবে বলেও জানায় এই কিশোরী।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com