মরিয়ম স্বপ্ন দেখেন মেয়েরা উচ্চ শিক্ষিত হবে

’১৩ বছর আগে স্বামীর মৃত্যুর ঘটনায় তিনি কিছুটা ভেঙে পড়লেও দুই মেয়ের সুন্দর ভবিষ্যত গড়তে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।’
মরিয়ম স্বপ্ন দেখেন মেয়েরা উচ্চ শিক্ষিত হবে

বায়ান্ন বছর বয়সী মরিয়ম নেসার জীবনে এখন দুইটা স্বপ্ন। দুই মেয়েকে তিনি উচ্চ শিক্ষিত করতে চান আর হজ পালন করতে চান।

চাঁপাইনবাবগঞ্জ শহরের বাসিন্দা মরিয়ম পৌরসভার কর আদায় শাখায় কর্মরত।

তার ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে। আর বড় মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।

মরিয়ম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে আমি এবং আমার স্বামী দুই জনেই চাকরি করতাম। আমার স্বামী ২০১১ সালে মারা যান। এরপর থেকে সংসারের সব দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে।”

১৩ বছর আগে স্বামীর মৃত্যুর ঘটনায় তিনি কিছুটা ভেঙে পড়লেও দুই মেয়ের সুন্দর ভবিষ্যত গড়তে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রতিবেদকের বয়স:১৪। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com