সিরাজগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বিজ্ঞান মেলার উদ্বোধনী ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
সিরাজগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে।

এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

'সৌরবিদ্যুতের সম্ভাবনা' প্রতিপাদ্যে আয়োজিত এই মেলায় জেলার নয়টি উপজেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও বিভিন্ন ক্লাবের সদস্যদরাও এতে অংশ নেয়।

বিজ্ঞান মেলার উদ্বোধনী ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

মেলার বিভিন্ন স্টলে শিক্ষার্থীদেরকে নিজ নিজ উদ্ভাবন প্রদর্শন করতে দেখা যায়। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন এই প্রকল্পগুলো।

মেলায় আসা এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমি খুবই খুশি এখানে এসতে পেরে। এখানে এসে আমি অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি।”

আরেক শিক্ষার্থী বলে, “আমি এখানে এসে নিজের প্রজেক্ট উপস্থাপন করেছি। এছাড়াও অনেক প্রজেক্ট দেখেছি।”

বিজ্ঞান মেলা আয়োজন করায় শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিরাজগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com