জামালপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

মেলার সমাপনী দিন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জামালপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

জামালপুরে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমিতে এই মেলা অনুষ্ঠিত হয়।

‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেয়। স্টলে স্টলে নিজেদের উদ্ভাবনগুলো তারা প্রদর্শন করে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কামরুল আলম খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকি বিল্লাহ।

মেলার সমাপনী দিন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। তিনি বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: জামালপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com