দশ টাকায় পূজার নতুন কাপড়

আয়োজনটি পূজা উপলক্ষ্যে করা হলেও যে কোনো ধর্ম, বর্ণ ও লিঙ্গের সুবিধাবঞ্চিত শিশু ১০ টাকা প্রতীকি মূল্যে পোশাক কেনার সুযোগ পাবে।
ফাইল ছবি

ফাইল ছবি

দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে শিশুদের দশ টাকায় পূজার কাপড় দিবে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসবে পোশাকের মেলা।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যানন্দ  জানিয়েছে, আয়োজনটি পূজা উপলক্ষ্যে করা হলেও যে কোনো ধর্ম, বর্ণ ও লিঙ্গের সুবিধাবঞ্চিত শিশু ১০ টাকা প্রতীকি মূল্যে পোশাক কেনার সুযোগ পাবে।  ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে ১০ হাজার মানুষের জন্য নতুন পোশাক নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় জরিপের মাধ্যমে অসহায় পরিবারকে টোকেন প্রদান করেছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা। তাদের দেয়া টোকেন দেখিয়ে প্রতিটি পরিবার দুজন শিশু ও একজন প্রাপ্ত বয়স্কের জন্য ১০ টাকা দিয়ে পোশাক কিনতে পারবে।

বিদ্যানন্দ বলছে, প্রতিটি উৎসবে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে তারা সম্প্রীতির বন্ধন গড়তে চায়। সে সঙ্গে নিশ্চিত করতে চায় উৎসবে সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণ।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com