সিলেটে শব্দ দূষণ নিয়ে সভা

"আমি আফ্রিকার একটি দেশে ঘুরে আসলাম। ওখানে গাড়িতে হাইড্রোলিক হর্ণ বাজানো হয় না।”
সিলেটে শব্দ দূষণ নিয়ে সভা

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন

মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বুধবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শব্দ দূষণ নিয়ে অংশীদারিত্বমূলক এক সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী শাহাব উদ্দিন প্রশ্ন রেখে বলেন, "আমি আফ্রিকার একটি দেশে ঘুরে আসলাম। ওখানে গাড়িতে হাইড্রোলিক হর্ণ বাজানো হয় না। এটা বন্য হাতি তাড়াতে ব্যবহার করে। তাহলে আমরা কি ওই বন্য হাতির চেয়েও খারাপ?”

তিনি আরও বলেন,  “আমাদের দেশে ধর্মীয় অনুষ্ঠানে মাইক ব্যবহার করা হয় যা এক্কেবারে অপ্রয়োজনীয় এবং শব্দ দূষণের অন্যতম কারণ।”

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: মৌলভীবাজার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com