‘তিন সন্তানদের মধ্যে বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী, মেজ ছেলে দশম শ্রেণি আর ছোট ছেলে নার্সারিতে পড়ছে বলে জানান তিনি।’
Published : 04 Apr 2024, 02:29 PM
বাদাম বিক্রি করে সংসারের পাশাপাশি তিন ছেলের পড়াশোনার খরচ জোগান দেন মোহাম্মদ সুমন শেখ নামের এক বাদাম বিক্রেতা। সংসারের শত অনটন সত্ত্বেও সন্তানদের কাউকে শিশুশ্রমে যুক্ত করেননি তিনি।
তিনি বাগেরহাট শহরের মিঠা পুকুর পাড়ে বাদাম বিক্রি করেন।
তিন সন্তানদের মধ্যে বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী, মেজ ছেলে দশম শ্রেণি আর ছোট ছেলে নার্সারিতে পড়ছে বলে জানান তিনি।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ বাদাম বিক্রি করে মাসে আমার ১২ থেকে ১৫ হাজার টাকা আয় হয়। যখন যে রকম আয় হয়, তার উপর ভিত্তি করেই সংসার চালাই।”
সন্তানদের উচ্চ শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন তার।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।