সাতক্ষীরায় হ্যালোর ফলো-আপ কর্মশালা

’গত বছরের ডিসেম্বরে তিন দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।’
সাতক্ষীরায় হ্যালোর ফলো-আপ কর্মশালা

সাতক্ষীরায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

জেলা সদরের বিনেরপোতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাতক্ষীরা উপ-কেন্দ্রের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কেটে কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী। অন্যদের সঙ্গে আরও ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাতক্ষীরা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শরীফুল্লাহ কায়সার সুমন।

কর্মশালায় প্রশিক্ষণ দেন সাংবাদিক আফরিন মিম।

গত বছরের ডিসেম্বরে তিন দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com