কুড়িগ্রামে সপ্তাহব্যাপী বইমেলা (ভিডিওসহ)

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে।

মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে।

নাগরিক সমাজের উদ্যোগে কুড়িগ্রাম বিজয় স্তম্ভে এই মেলার আয়োজন করা হয়েছে।

সপ্তাহব্যাপী এই মেলায় ৩০টি বইয়ের স্টল স্থান পেয়েছে। মেলার পাশাপাশি থাকছে বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

কথা হয় মেলায় আসা পাঠক ও বিক্রেতাদের সঙ্গে।

করোনাভাইরাস মহামারির জন্য গত দুই বছর মেলা হয়নি বলে এবার মেলায় আসার উৎসাহটা বেশি ছিল বলে জানালেন আতিয়া আশা নামের এক তরুণী।

তিনি বলেন, “গত দুই বছর তো আসতে পারিনি। এবার আসছি, ভালো লাগছে। মেলার পরিবেশ অনেক ভালো।”

কথা হয় স্নিগ্ধ রায় নামের নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরের সঙ্গে। সে বলে, “মেলায় এসে ভালো লাগছে। নতুন নতুন বই দেখছি, নতুন অভিজ্ঞতা হচ্ছে।

বইয়ের স্টলে পাঠকদের বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে এক বিক্রেতা বলেন, “অন্য বারের চেয়ে এবার ভালোই সাড়া পাচ্ছি, ভালোই বিক্রি হচ্ছে। পাঠকদের আগ্রহ রয়েছে।”

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com