‘তেঘরিয়া বাজার মাঠে গিয়ে দেখা যায়, মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশুদের বিনোদনের জন্য নাগোরদোলা, নৌকা, রেলগাড়িসহ নানা রাইড রয়েছে।’
Published : 13 Apr 2024, 07:48 PM
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে চলছে মেলা।
বেশ কয়েকটি মেলা ঘুরে দেখেছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক।
তেঘরিয়া বাজার মাঠে গিয়ে দেখা যায়, মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশুদের বিনোদনের জন্য নাগোরদোলা, নৌকা, রেলগাড়িসহ নানা রাইড রয়েছে। এছাড়াও মোটরসাইকেলের কসরত ও জাদু প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে।
তেঘরিয়া মেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম হ্যালোকে বলেন, “আসলে মাদারগঞ্জের এটি শতবর্ষের ঐতিহ্যবাহী মেলা, এখানে ঈদ মেলাটা প্রাণবন্তভাবে পালিত হয়।”
তিনি যোগ করেন, “আমাদের এখানে এবার প্রায় ৫০ এর বেশি স্পটে মেলা হচ্ছে। দর্শনার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে আসছে।”
এই কমিটির সভাপতি মো. মনজুরুল করিম হ্যালোকে বলেন, “এবার যেহেতু ঈদ ও নববর্ষ দুটোই একসাথে চলে এসেছে তাই দুটোই এবার আমরা পালন করছি। সবচেয়ে বড় কথা, এবার বৈশাখী মেলা এবং ঈদ মেলাটা একসাথে উৎযাপন হচ্ছে তাই আমরা মেলার কলেবরটা বৃদ্ধি করে তিনদিনের জায়গায় সাতদিন করেছি।”
মেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবিও জানিয়েছেন অনেকে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: জামালপুর।