খুলনার ওয়াপদা মাধ্যমিক স্কুলের সুবর্ণজয়ন্তী (ভিডিওসহ)

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

খুলনার নূর নগর ওয়াপদা মাধ্যমিক শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়ে গেল সুবর্ণজয়ন্তীর জমকালো আয়োজন।

এই উৎসবমুখর আয়োজনের শ্লোগান ছিল, “প্রাণের উৎসবে, প্রিয় মুখের ভিড়ে, প্রিয় আঙিনায় আরেকবার।"

১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে হাজার হাজার শিক্ষার্থীর কাছে স্মৃতিময় একটি জায়গা। তাই দূর-দূরান্ত এমনকি দেশের বাইরে থেকেও এসে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্কুল প্রাঙ্গণে ছিল নানা আয়োজন। ছোট ছোট স্টল, ঘোড়া, নাগরদোলাসহ বিনোদনের নানা ব্যবস্থা ছিল।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। প্রাক্তন শিক্ষরাও অংশ নেন সুবর্ণজয়ন্তীর এই আয়োজনে।

আরিফুল ইসলাম নামে প্রাক্তন এক শিক্ষার্থী বলে, “আজ আমরা নতুন-পুরাতন সবাই এই মিলনমেলায় অংশ নিয়েছি। এটা আমাদের জন্য অন্যরকম আনন্দ।"

জাহিদ হাসান পাপ্পু নামে আরেকজন বলেন, “৫০ বছর পূর্তি উপলক্ষে আজ বহুদিন পর অনেকের সঙ্গে দেখা করতে পেরেছি। এমন আয়োজন যাতে আরও হয় সেই আশাই করি।"

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিছূর রহমান বিশ্বাস। এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com