নেত্রকোণায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা (ভিডিওসহ)

“এভাবে আয়োজন করে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের খেলাগুলোকে টিকিয়ে রাখা সম্ভব।”

নেত্রকোণায় ৩২টি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে দাড়িয়াবান্ধা টুর্নামেন্ট শেষ হয়েছে।

জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন পরিষদ এই খেলার আয়োজন করে।

উপজেলার উত্তরগন্ডা গরুর হাট মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সান্দিকোণা ও গন্ডা সবুজ ব্যাপারির দলের মধ্যে ফাইনাল খেলা হয়।

খেলা শুরুর আগে মাঠে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল ও গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আকন্দ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “ফাইনাল উপলক্ষে মাঠ সাজানো হয় মনমুগ্ধকরভাবে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এলাকার হাজারো মানুষ খেলা উপভোগ করেন “

খেলা দেখে খুশির কথা জানিয়ে আয়েন উদ্দিন নামে এক দর্শক বলেন, “এভাবে আয়োজন করে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের খেলাগুলোকে টিকিয়ে রাখা সম্ভব।”

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন, “গ্রামীণ খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকসহ নানা অবক্ষয় থেকে রক্ষা ও সুস্থ জাতি গঠন সম্ভব হবে।”

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com