নেত্রকোণায় শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশুকে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।
নেত্রকোণায় শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

নেত্রকোণায় শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শুক্রবার জেলা শহরের গজিনপুরের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির একটি শ্রেণি কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহা।

দিনব্যাপী এই কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মাঠে নেমে খবর সংগ্রহ ও ভিডিও প্রতিবেদন তৈরির চর্চা করতে একটি ড্রাগন বাগান পরিদর্শন করে শিশু সাংবাদিকরা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কো-অর্ডিনেটর সাদিক ইভান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোণা প্রতিনিধি লাভলু পাল।

এর আগে গত বছরের নভেম্বরে দুই দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশুকে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।

প্রতিবেদক: তাসকিয়া আহমেদ (১২), নূরে ঝিলিক (১২), তাসিন আহমেদ (১২), শিশির বিশ্ব শর্মা (১২), আবরার জাহিন সাদ (১৫), স্বপ্নীল দেবনাথ (১৩), মৌ বিশ্ব শর্মা (১৬), দীপা রাণী সরকার (১৪), দুরন্ত সরকার (১৪), নেত্রকোণা

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com