’প্রতি বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাস পরিষ্কার করে।’
Published : 27 Feb 2024, 05:15 PM
নিজেদের স্কুল পরিচ্ছন্ন রাখতে ‘আমাদের ক্যাম্পাস আমরাই পরিষ্কার রাখি’ নামে একটি সংগঠন তৈরি করেছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতি বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাস পরিষ্কার করে।
এই কাজে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম।
সংগঠনের এক সদস্য হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “বিভিন্ন কারণে বিদ্যালয়ের ক্যাম্পাস অপরিচ্ছন্ন হয়ে পড়ে, যা আমাদের শিখন অভিজ্ঞতার জন্য আদর্শ নয়।”
বিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার রাখতে ও সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছে।
শিক্ষার্থীরা মনে করে এই উদ্যোগের কারণে তাদের শিক্ষা জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: হবিগঞ্জ।