রক্ত সংগ্রহে শিক্ষার্থীদের উৎসাহ দিতে সেমিনার (ভিডিওসহ)

রক্ত সংগ্রহে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণের তাগিদ দেন ইউএনও।

নেত্রকোণার দুর্গাপুরে রক্ত সংগ্রহে শিক্ষার্থীদের উৎসাহ দিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পৌর শহরের এম কেসি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনারটি হয়।

‘এসবি রক্তদান’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সেমিনারের আয়োজন করে।  

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।

এসময় রক্ত সংগ্রহে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণের তাগিদ দেন ইউএনও।

সংগঠনটির সভাপতি সৈকত সরকার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি জানান, ২০১৮ সালে যাত্রা শুরুর পর সংগঠনটি এ নাগাদ এক হাজার ৬৭৫ ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের প্রদান করেছে।

এই শিশুরা রক্ত সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com