কুষ্টিয়ায় মেলা থেকে পাখি রক্ষার আহ্বান

“এখন যে পাখিগুলো দেখছি অনেক অনেক ভাল্লাগছে। কিছু অজানা পাখিও এখানে আছে। আমি আজ এই মেলায় এসে অনেক কিছু জানতে পারলাম।”
কুষ্টিয়ায় মেলা থেকে পাখি রক্ষার আহ্বান

কুষ্টিয়ায় পরিযায়ী পাখি মেলা অনুষ্ঠিত হয়েছে।

“জলাশয় সংরক্ষণ নিরাপদ করে পাখির জীবন“ স্লোগানে কুষ্টিয়া সদরের ৬নং পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসে এই মেলা।

বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষ্যে আয়োজিত এই মেলায় পাখির আলোকচিত্র ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শন করা হয়।

‘কিচির-মিচির বার্ড ক্লাব’ নামের একটি সংগঠনের এই আয়োজনে আশে-পাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

আয়োজকরা জানান, পাখির সঙ্গে শিশুদের আত্মিক সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে বিলুপ্তপ্রায় সব পাখি রক্ষায় সচেতনতা বাড়াতেই তাদের এই উদ্যোগ।

মেলায় অংশ নেওয়া এক শিশু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “এখন যে পাখিগুলো দেখছি অনেক অনেক ভাল্লাগছে। কিছু অজানা পাখিও এখানে আছে। আমি আজ এই মেলায় এসে অনেক কিছু জানতে পারলাম।”

আরেক শিক্ষার্থী হ্যালোকে বলে, “পাখি আমাদের কত উপকার করে তা আমরা অনেকে জানি না। যেমন পাখি কিন্তু আমাদের ধানের ছোট-খাটো পোকাকে সরিয়ে দেয়।”

আরেক শিক্ষার্থী বলে, “আমাদের পাখিকে অনেক ভালোবাসা উচিত। পাখির জন্য কোনো পানির একটা কিছু পাত্র রাখা উচিত ছাদের উপরে। যেন পাখিরা এসে সেটা পান করতে পারে।”

আরেক শিশু বলে, “আমার অনেক ভালো লাগে, পাখি অনেক উপকারী। পাখিকে রক্ষা করতে চাই।”

মেলার শুরুতে শিশুদের নিয়ে একটি র‍্যালি বের করা হয়। এরপর ক্লাবটির প্রতিষ্ঠাতা সদানন্দ মন্ডল ও সম্পাদক ফারিহা ইকবাল পাখি সংরক্ষণ ও প্রাকৃতিক বিপর্যয় রোধ নিয়ে শিশুদের মাঝে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা পাখি রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুষ্টিয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com