সিলেট মার্শাল আর্ট একাডেমির ২৩ বছর (ভিডিওসহ)

শিক্ষার্থীদের মাঝে বেল্ট বিতরণের মধ্য দিয়ে সিলেট মার্শাল আর্ট একাডেমির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 
সিলেট মার্শাল আর্ট একাডেমির ২৩ বছর (ভিডিওসহ)

একাডেমির ট্রেনিং রুমে শিক্ষার্থীরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল। অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সেন্সি মোহাম্মদ জসিম উদ্দিন।

সিলেট মার্শাল আর্ট একাডেমির ২৩ বছরের পথচলার অভিজ্ঞতা নিয়ে সেন্সি জসিম উদ্দিন বলেন, “সিলেট মার্শাল আর্ট একাডেমি আমার একটা পরিবার আর এই ক্লাবের সকল শিক্ষার্থীই আমার সন্তান। 

"২৩ বছরের পথচলায় অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে। এক সময় কারাতে একাডেমির কোনো ইনডোর প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। ফলে জেলা স্টেডিয়ামে যেয়ে শিক্ষার্থীদের ট্রেনিং করতে হতো। কিন্তু আজ শিক্ষার্থীরা ইনডোরে ট্রেনিং করতে পারছে।"

এ সময় মহামারিতে নিজের জমি বিক্রি করে একাডেমির কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি।

আশিকা আক্তার শিতেল নামের এই একাডেমির এক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় হ্যালোর।

তিনি বলছিলেন, "শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে মার্শাল আর্টের কোনো বিকল্প নেই। বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার ক্ষেত্রে মার্শালআর্ট খুবই গুরুত্বপূর্ণ।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com