মরা তিস্তায় বান, প্লাবিত ফসলি জমি (ভিডিওসহ)

তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ডুবে গেছে ফসলি জমি।
মরা তিস্তায় বান, প্লাবিত ফসলি জমি (ভিডিওসহ)

বুধবার সকালে প্রবল স্রোতে তিস্তা ব্যারেজের লালমনিরহাট অংশের একটি ফ্লাড বাইপাস বাঁধ ভেঙে যায়। এর পরপরই ডুবে গেছে তিস্তা তীরবর্তী এলাকার ফসলি জমি।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, ''আমাদের রাস্তা ভেসে গেছে, ঘর-বাড়ি সব তলিয়ে গেছে। কী করব বুঝতেছি না।

"হঠাৎ করে সকালে সব কিছু তলিয়ে গেছে। সরকারের কাছে দাবি আমাদের রাস্তাঘাট উঁচু করা হোক এবং তিস্তা নদী খনন করা হোক।"

তিস্তা তীরবর্তী এলাকার হাজার হাজার একর পাকা ধান, আলু ও ভুট্টার ক্ষেত পানিতে ডুবে গেছে।

জেলার হাতীবান্ধা উপজেলা  শহরসহ গড্ডিমারী, সিংগিমারী, সিন্দুনা ও ডাউয়াবারী ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com