দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে শিশুরা (ভিডিওসহ)

ঠাকুরগাঁওয়ে দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে শিশু কিশোররা। মণ্ডপগুলোতে তাদের সরব উপস্থিতি দেখা গেছে।
দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে শিশুরা (ভিডিওসহ)

মেলা উললক্ষে জেলা শহরের হলপাড়া, ঘোষপাড়া, গোয়ালপাড়া, আশ্রমপাড়া, শান্তিনগর, গোবিন্দনগর, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হয়েছে। মেলা থেকে বাহারি খেলনা, মাটির পুতুলসহ নানা আকর্ষণীয় জিনিসপত্র কিনতে দেখা গেছে শিশুদের।

দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে শিশুরা

 

মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাকের ধ্বনি। সঙ্গে রয়েছে আরতি ও নৃত্য প্রতিযোগিতার আসর।

মায়ের সাথে পূজা দেখতে এসেছে ১২ বছর বয়সী সুষ্মিতা দে।

সে হ্যালোকে বলে, "এবারের পূজায় আমি মাস্ক পরে এসেছি। পূজা দেখতে অনেক ভালো লাগছে।"

অনেকগুলো পূজা মণ্ডপ ঘুরেছে অংকুশ পাল নামের আরেক শিশু।

সে হ্যালোকে বলছিল, "পূজা দেখতে এসেছি। এসে নৃত্য পরিবেশন দেখে খুব ভালো লাগছে।"

মা, বাবা ও দিদির সাথে পূজা দেখতে এসেছে নিপা সরকার নামের আরেকজন।

নিপা হ্যালোকে বলে, "অঞ্জলি দিয়েছি। অনেক কিছু খেয়েছি। কিন্তু এখনো কিছু কেনা হয় নাই।"

প্রতিবারই পরিবারের সাথে পূজা দেখতে বের হয় নয় বছর বয়সী আকাশ সাহা।

সে হ্যালোকে বলে, "পূজা আসলেই আমার খুব আনন্দ লাগে। আমি ঘুরি অনেক পূজায়।"

ঠাকুরগাঁওয়ে পাঁচটি উপজেলায় চারশ ৫৬টি মণ্ডপে এবার দুর্গাপূজা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com