রংপুরে হ্যালোর কর্মশালা শুরু

রংপুরে হ্যালোর দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে।
রংপুরে হ্যালোর কর্মশালা শুরু

মঙ্গলবার সকাল ১০টার দিকে রংপুর চেম্বার অব কর্মাস হলরুমে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, "আজকে এই কর্মশালায় যে সকল ক্ষুদে শিক্ষার্থীরা সাংবাদিকতা সম্পর্কে ধারণা নিচ্ছেন এবং এদের মাধ্যমেই সমাজের ত্রুটিগুলো সকলের সামনে আসবে।"

তিনি আরও বলেন, "যারা এই কর্মশালার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কারণ শিশুরা শুধু এই কর্মশালা থেকে সাংবাদিকতা শিখছে না, এর পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ হচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে চলার পথে শিশুদের অনেক কাজে আসবে।"

এই আয়োজনে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা তত্ত্বাবধায়ক আফতাবুজ্জামান হিরু।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন হ্যালোর ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।

জেলার ২০ জন শিশু এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এই দুইদিন তারা সাংবাদিকতার প্রাথমিক ধারণা ও শিশু অধিকার সম্পর্কে জানবে। সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে কর্মশালা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com