স্কুল খোলার প্রস্তুতি: গুরুত্ব পাচ্ছে সুরক্ষা বিধি (ভিডিওসহ)

পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে স্কুল খোলার প্রস্তুতিতে স্বাস্থ্যবিধির বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে।
স্কুল খোলার প্রস্তুতি: গুরুত্ব পাচ্ছে সুরক্ষা বিধি (ভিডিওসহ)

বাগেরহাটের নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাত্র-শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে, বেসিন, হ্যান্ড ওয়াশ ও তোয়ালের ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যালয় ভবন সাজানো হয়েছে নতুন রঙে।

নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সুচিত্রা রানী পাল হ্যালোকে বলেন, “ছেলে মেয়েদের জন্য আসার জন্য আমাদের স্কুল পুরোপুরি প্রস্তুত। স্বাস্থ্যবিধি মেনে যাতে স্কুল চালানো যায় সেভাবেই আমরা সব করেছি।”

মহামারির এই সময়ে স্বাস্থ্যবিধি পালনে শিক্ষার্থীদের সচেতন করার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক রত্না রানী পাল।

তিনি হ্যালোকে বলেন, “বিদ্যালয়ের রিওপেনিং এর প্রস্ততি হিসেবে শ্রেণিকক্ষ প্রস্তুত করেছি আমরা। স্কুলের শিক্ষকেদেরও বলেছি তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসেন, শিশুদেরও সচেতন করেন।”

সব শিক্ষার্থীদের জন্য মাস্কের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান এই প্রধান শিক্ষক।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com