তাহলীলের বেতপণ্যের দোকান

পড়াশোনার পাশাপাশি অনলাইনে বেতের তৈরি নানা পণ্য বিক্রি করছে ১৩ বছর বয়সী তাহলীল।
তাহলীলের বেতপণ্যের দোকান

সৈয়দা তাসমিয়াহ তাহলীল সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে থাকে পশ্চিম জাফলংয়ের গোয়াইনঘাটের রাজনগর গ্রামে। 

বেতের তৈরি মোড়া, দোলনা, ঘরের শোভাবর্ধক ও দৈনন্দিন প্রয়োজনীয় তৈজসপত্র বিক্রি করছে সে। এখন পর্যন্ত তার দেড় লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। মা-বাবার সাহায্যে পণ্য সংগ্রহ করে গ্রাহককে পৌঁছে দেয় তাহলীল।

এ প্রসঙ্গে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলে, "বর্তমানে ই-কমার্স যে অবস্থান তা থেকে বোঝা যায় ভবিষ্যতে সবকিছুই ই-কমার্স নির্ভর হবে। তাই আমার দূর-দৃষ্টিতে মনে হয় আমি একজন উদ্যোক্তা হতে পারলে আমার সৃজনশীলতাকে কাজে লাগাতে পারব। তাই অনেক ভেবে চিন্তে আমি উদ্যোক্তা হওয়ার পথে হাঁটি।"

এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে কিনা জানতে চাইলে তাহলীল বলে, "পড়াশোনার পাশাপাশি সারাদিনে মাত্র তিন ঘণ্টা সময় দেই। তাই পড়াশোনার ক্ষতি হয় না।"

শিক্ষক মা ও ব্যবসায়ী বাবা তাকে সব ধরনের সহযোগিতা দেন বলে জানায় সে।

এসবের পাশাপাশি তাহলীলের শখ বই পড়া, ছবি আঁকা এবং অ্যানিমেশন তৈরি করা। এছাড়াও তাহলীল নিয়মিত মৌখিক ইংরেজি চর্চা করছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com