চিত্রশিল্পী হতে চায় ইমরান

শখ থেকে শুরু হওয়া আঁকাআঁকি দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে দশম শ্রেণিতে পড়ুয়া ইমরান নামের এক কিশোর। এখন বড় চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখছে সে।
চিত্রশিল্পী হতে চায় ইমরান

ইমরান আহমেদ চুয়াডাঙ্গার ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ছোটবেলা থেকেই আঁকাআঁকিতে ঝোঁক তার। আঁকাআঁকির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তার। নিজে নিজে আয়ত্ত করেছে। বিভিন্ন পশুপাখি, প্রাকৃতিক দৃশ্য ও বিখ্যাতদের ছবি আঁকতেই তার বেশি ভালো লাগে। 

সে জানায়, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি এঁকে তাদের উপহার দিয়েছে। তারা উৎসাহ দিয়েছেন তাকে।

শুধু আকাঁআকিই নয়, তার বাড়িতে মারা যাওয়া টার্কি, মুরগী ও খরগোশ মাটিতে পুঁতে রেখে সেগুলোর হাড় জোড়া লাগিয়ে কঙ্কালও তৈরি করে সে।

ইমরান হ্যালোকে বলেন, “ছোটবেলা থেকেই ছবি আঁকার শখ। সেভাবে কোনো জায়গায় শেখার সুযোগ হয়ে উঠেনি। প্রথম দিকে কারো উৎসাহ পাইনি। কিন্ত এখন সবাই আমাকে উৎসাহ দেয়। ইচ্ছা আছে একজন বড় আর্টিস্ট হওয়ার।”

বর্তমানে ইমরান শেখ মুজিবুর রহমানের আট ফুটের একটি অবয়ব আঁকছে। যেটি তার সবচেয়ে বড় চিত্রকর্ম হতে যাচ্ছে। সুযোগ পেলে সে এটি নিজ হাতে প্রধানমন্ত্রীর কাছে তুলে দিতে চায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com