কণ্ঠেই তার সিসিমপুর, ঠাকুমার ঝুলি (ভিডিওসহ)

বিভিন্ন কার্টুন চরিত্রের মিমিক্রি করে সাড়া ফেলে দিয়েছে জয়িতা বিনতে রশীদ নামের এক কিশোরী।
কণ্ঠেই তার সিসিমপুর, ঠাকুমার ঝুলি (ভিডিওসহ)

মীনা কার্টুন, সিসিমপুর, ঠাকুরমার ঝুলিসহ নানা চরিত্রের মিমিক্রি করতে পারে জয়িতা। তার করা মিমিক্রি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরিবারের উৎসাহ আর অনুপ্রেরণায় নানা বিষয়ে পারদর্শী হয়ে উঠেছে এই কিশোরী।

জয়িতা বলে, “আমি ছোটবেলা থেকেই অনেক কার্টুন দেখতাম, এখনও দেখি। আমি অনেক বেশি অনুকরণ প্রিয়।

“তাই কার্টুনের চরিত্রগুলোর কণ্ঠ নকল করার চেষ্টা করতাম। এভাবেই আমার মিমিক্রির যাত্রা শুরু হয়।”

মিমিক্রির পাশাপাশি নাচ ও কবিতা আবৃত্তিও করে সে।

জয়িতার মা নিলুফার ইয়াসমিন বলেন, “নটরডেমের একটা অনলাইন মিমিক্রি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কীভাবে যেন সে এখানে পুরস্কার জিতে যায়। এরপর থেকেই ও এটা চালিয়ে যাচ্ছে। আমি নিজে একজন নৃত্যশিল্পী, তবে সে যেটা পছন্দ সে সেটাই করুক। তার জন্য সকলে দোয়া করবেন।”

পড়াশোনায় দুর্দান্ত জয়িতার রয়েছে সেরা শিক্ষার্থী হবার গৌরবসহ বিভিন্ন পর্যায়ের নানা অর্জন। খেলাধুলাতেও পিছিয়ে নেই সে। দাবা খেলায় জিতেছে পুরস্কার, ফুটবল খেলতেও ভালোবাসে সে।

জয়িতা পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করে। সে বিএএফ শাহীন কলেজ, ঢাকার শিক্ষার্থী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com