করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। 
করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের উদ্যোগে গেল বুধবার থেকে শুরু হয় এই সেবা কার্যক্রম।

স্বেচ্ছাসেবকরা জানিয়েছে, আপাতত বাগেরহাট সদর ও আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টাই এই সেবা দেওয়া হবে। এই নম্বরে (০১৭৬০১১৬৮৫৪) কল করলে তারা রোগীর বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছে দিবে।

সংগঠনটির জেলা ইউনিটের যুব প্রধান শরীফুল ইসলাম জুয়েল হ্যালোকে বলেন, “মানুষের পাশে বাগেরহাট ইউনিট আছে এবং সব সময় থাকবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব সবাই ঘরে থাকুন, বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না।”

অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি অক্সিজেন সরবরাহ, জনবহুল স্থানে মাস্ক-জীবাণুনাশক বিতরণসহ জনসচেতনতামূলক প্রচারও করছে বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com