দুঃসময়ে আনন্দ দেয় নাচ (ভিডিওসহ)

মহামারিকালে নিজের মন ও শরীরকে চাঙ্গা রাখতে নাচের চর্চা করে সিমি নামের এক কিশোরী।
দুঃসময়ে আনন্দ দেয় নাচ (ভিডিওসহ)

শাড়ি, চুড়ি পরে কখনো ঘরে, কখনো ছাদে গানের তালে নাচতে দেখে মনে হতে পারে এ বুঝি কোনো বিশেষ অনুষ্ঠনের প্রস্তুতি। কিন্তু তা নয় বরং এ মহামারিকালে নিজেকে চাঙ্গা রাখতেই এমন আয়োজন সিমির।

নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আহসান সিমি অনলাইন ক্লাস আর দৈনন্দিন কাজের ফাঁকে সময় পেলেই নাচের চর্চা করে।

সিমি এ বিষয়ে হ্যালোকে বলে, “লকডাউনে বাসায় বসে বসে একটা একঘেঁয়েমি এসে যায়। তাই প্রতিদিন নাচের জন্য একটা সময় রেখে চর্চা করি। আর মাঝে মাঝে ইউটিউবে আমার নাচের ভিডিওগুলো আপলোড করি।”

নাচ তার পছন্দের বিষয় হলেও প্রাতিষ্ঠানিকভাবে নাচ শেখেনি সে। ইউটিউব দেখে দেখেই তার নাচে হাতেখড়ি।

সিমি আরো বলে, “ছোটবেলা থেকেই নাচের প্রতি একটা আলাদা আগ্রহ ছিল। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। অনেক পুরস্কারও পেয়েছি। আর এই দুঃসময়ে নাচ আমাকে আনন্দ দেয়।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com