গাছ প্রেমী নারী

গাছের প্রতি ভালোবাসা থেকে ফল, ফুল, সবজি আর ঔষুধি গাছের বাগান গড়ে তুলেছেন এক নারী।
গাছ প্রেমী নারী

ফেনীর ফুলগাজী উপজেলার এম হাট ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা শিক্ষিকা ফরিদা আখতার মায়া। তিনি ২০১৬ সাল থেকে আট শতক জায়গায় এই বৃক্ষরোপন শুরু করেন। তিন মেয়েকে নিয়ে নিজেই বাগানের পরিচর্যা করেন।

তার বাগানে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেঁপে, আমলকি, জলপাই, আমরুজ, আমড়া, বেল, চালতাসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে।

এছাড়া আকাশী, বেলজিয়াম, ইউক্যালিপটাস, ঝাউ, হিজল, নিম, হরিতকি, বহেরা গাছও রয়েছে। পাশেই আরো ছয় শতক জমিতে তিনি নানা রকম শাকসবজীর চাষ করেছেন। পরিবারের ফলমূল ও শাক সবজির চাহিদা এখান থেকেই তিনি মিটাতে পারেন।

মায়া বলেন, “আমি গাছ লাগিয়েছি যাতে মানুষ অক্সিজেন পায়, গ্রামের ছেলেমেয়েরা ফল কুড়িয়ে খেতে পারে। আমাদের ফলের চাহিদা এখান থেকেই পূরণ হয়।  আল্লাহর রহমতে আমার কোনো ফল কিনতে হয় না।”

বাড়ির সামনে একটি সুন্দর ফুলের বাগানও করেছেন। তার বাগানে আছে নানা রঙের গোলাপ, জবা, বেলী, গন্ধরাজ, বাগান বিলাস, সন্ধ্যামালতীসহ বাহারি ফুল।

গ্রামের অনেকেই আসেন তার বাগানের ফল নিতে, গ্রামের শিশুরা আসে তার বাগানে ফুল কুড়াতে।

বাগানেই তাওসিফ নামের এক শিশুর সঙ্গে কথা হয়। ও বলে, “এটা আমার বড় আম্মার বাগান। এখানে অনেক বাতাস, অনেক ফলের গাছ। আমরা এখানে খেলাধুলা করি। মাঝে মাঝে ফল কুড়িয়ে খাই।”

তার এই উদ্যোগ গ্রামের আরো অনেককে গাছ রোপণ করতে উৎসাহিত করবে, এমনটাই আশা এই বৃক্ষপ্রেমীর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com