হাওরাঞ্চলে ‘অন্যরকম ঈদ আয়োজন’ (ভিডিওসহ)

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সুনামগঞ্জে ‘অন্যরকম ঈদ আয়োজন’ নামে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে শিশুরা।
হাওরাঞ্চলে ‘অন্যরকম ঈদ আয়োজন’ (ভিডিওসহ)

টাঙ্গুয়ার হাওরের পাড়ে লামাগাঁও বাজার মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা।

শিশুদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রি ভলান্টিয়ার্স’ এই প্রতিযোগিতার আয়োজন করে।

সংগঠনের সভাপতি ১৬ বছর বয়সী আদনান হুমায়ূন শাহরিয়ার বলে, "বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত হাওরাঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই আয়োজন। আমাদের আয়োজনে শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশ নেন। এতে একদিকে শিশুরা যেমন আনন্দ পেয়েছে তেমনি প্রবীণরা যেন ফিরে পেয়েছেন নিজেদের শৈশবকে।"

শিশু, তরুণ, যুবক ও প্রবীণ এই চার বিভাগে চলে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয় হাওরাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। চার বছর বয়সী শিশু থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব সকলেই অংশ নেন প্রতিযোগিতায়। তবে সবকিছুকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল পঞ্চাশোর্ধ্বদের বস্তা দৌড় প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশ নেয়া ৬৮ বছর বয়সী সাজিম উদ্দিন বলেন, "আমরা এই বয়সে কোনো খেলাধুলা পাই না। আজকে ঈদ উপলক্ষে একটা খেলা পাইছি। এই জন্য আমরা খুব আনন্দিত।"

১০ বছর বয়সী শিশু রিফাত জানায় সে খেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি।

১৬ বছর বয়সী কিশোর রাজু বলে, "আমরা চাই প্রতি বছর যেন এরকম আয়োজন হয়।"

এছাড়া খেলা দেখতে আসা ৬০ বছর বয়সী প্রবীণ তারা মিয়া হ্যালোকে বলেন, "এই আয়োজনে এলাকাবাসী খুব খুশি। বিশ বছর আগে আমরা এই ধরনের অনুষ্ঠান দেখেছি আর এতদিন পর আজকে দেখলাম।"

প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com