ময়মনসিংহে হুইলচেয়ার বিতরণ (ভিডিওসহ)

ময়মনসিংহে শারিরীকভাবে অক্ষম ১০ জনের মাঝে ব্যক্তি উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহে হুইলচেয়ার বিতরণ (ভিডিওসহ)

শাহীদুর রহমান ও মিল্টন সমাদ্দার নামে দুই ব্যক্তি নিজস্ব উদ্যোগে এসব বিতরণ করেন। দুজনই আলাদা দুটি সামাজিক সংগঠন পরিচালনা করছেন।

বাতিঘর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা শাহীদূর রহমান হ্যালোকে বলেন, “আমাদের সমাজে অগণিত এমন মানুষ রয়েছে যাদের একটা হুইল চেয়ার খুব বেশি প্রয়োজন এবং যাদের কেনার সামর্থ্য নাই। সত্যি তারা এতটাই অর্থনৈতিকভাবে পিছিয়ে।”

হুইলচেয়ার দিয়ে উপকার করতে পেরে নিজেরা আনন্দিত বলে জানান চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার লিমিটেডের পরিচালক মিল্টন সমাদ্দার।

তিনি হ্যালোকে বলেন, “আমার একটা ইচ্ছা ছিল অনেক আগে থেকেই যে আমি এই দুঃস্থ মানুষের যতটুকু পারি সাহায্য করব। তখন আমি ময়মনসিংহে শাহীদুর ভাইয়ের কাছ থেকে তাদের এই অবস্থা জানতে পেরে হুইল চেয়ার দেওয়ার পরিকল্পনা করি।”

তিনি জানান, অসহায় মানুষগুলো হুইলচেয়ার পেয়ে আবেগে আপ্লুত। এই চেয়ার চলাফেরা করতে কিছুটা হলেও কষ্ট দূর করবে তাদের।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com