সুনসান বাগেরহাটের পৌরপার্ক (ভিডিওসহ)

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বাগেরহাট শহরের রূপা চৌধুরী পৌরপার্কে আনাগোনা কমে গেছে মানুষের।
সুনসান বাগেরহাটের পৌরপার্ক (ভিডিওসহ)

নেই আগের মতো কোলাহল। সেখানে এখন সুনসান নীরবতা। কোথাও যেন কেউ নেই।

দড়াটানা নদীর পাশ ঘেঁষা এই পার্কটিতে প্রতিদিনই ভিড় করত অনেক মানুষ। শহরের সব বয়সী মানুষের আনাগোনা ছিল এই পার্কে। অনেকেই আসতেন শরীরচর্চার জন্য হাঁটাহাঁটি করতে। শিশুরাও খেলাধুলার জন্য আসত এই পার্কে। কিন্তু এখন যেন সব থেমে গেছে।

পার্কের রেস্টুরেন্টেও নেই কোনো ভিড়। পার্কের ভেতরের এক রেস্টুরেন্টের মালিক আরিফুর রহমান রাজু হ্যালোকে বলেন, “লকডাউনের কারণে এখন আগের মতো লোক হয় না। বিক্রিও কমে গেছে। আমাদের ব্যবসা এখন অনলাইনে চলে গেছে। ফুডপান্ডার মাধ্যমে বিক্রি হয়।”

পৌর পার্কের দায়িত্বরত রাজু আহমেদ হ্যালোকে বলেন, “লকডাউনে মানুষ কম আসতেছে। দুই একজন যারাও আসতেছে আমরা তাদের বাসায় চলে যেতে বলছি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com