মহামারির বইমেলা

করোনা মহামারির জন্য এবার একুশের বই মেলা শুরু হয়েছে মার্চে। রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার নানান আয়োজন।
মহামারির বইমেলা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এমনিতেই মেলায় আসা মানুষের সংখ্যা অনেক কম।

তার উপর মেলার সময়ও কমিয়ে আনা হয়েছে। ছুটির দিনে যেখানে ভিড়ের জন্য মেলায় প্রবেশ করাই কষ্টকর হতো সেখানে শুক্র-শনিবারেরও তেমন ভিড় দেখা যাচ্ছে না।

এখন পর্যন্ত মেলায় এসেছে প্রায় দুই হাজার নতুন বই। তবে বিকিকিনি তেমন নেই বলে জানালেন বিক্রেতারা।

যারা আসছেন তাদের মধ্যে কেউ কেউ এক দুটি বই কিনছেন বলে জানান বেঙ্গল পাবলিকেশনস লিমিটেডের বিক্রয় কর্মী মোহম্মদ জনি।

এবার বই মেলায় ব্যতিক্রমী সেবা নিয়ে এসেছে সুইস ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ।

তারা শারীরিকভাবে অসমর্থ মানুষদের বই মেলা ঘুরে বই কেনার জন্য বিনামূল্যে দিচ্ছে হুইল চেয়ার সেবা।

নানা শঙ্কার পরও মেলায় এসে ভালো লাগছে বলে জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আনিকা নামের এক শিক্ষার্থী। নতুন নতুন বইয়ের খবর জানতেই তার মেলায় আসা।

তিনি হ্যালোকে বলেন, “ছোট বোনদের নিয়ে মেলায় এসে আমার ভালো লাগছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com