স্কুল বন্ধ; বদলে গেছে রবিনের জীবন

দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় বাবার দোকানে সহযোগী হিসেবে কাজ করছে কিশোর রবিন।
স্কুল বন্ধ; বদলে গেছে রবিনের জীবন

নবম শ্রেণির শিক্ষার্থী রবিন প্রথম দিকে দোকানের কাজে ততটা মনযোগ দিতে না পারলেও এখন সব কাজ সে একাই সামলে নিচ্ছে। ছবি তোলা, প্রিন্ট করা, লেখা প্রস্তুত, মোবাইল রিচার্জসহ অনেক কাজই সে শিখে নিয়েছে।

রবিন হ্যালোকে জানায়, প্রথমে সে ক্রেতাদের সঙ্গে কথা বলতে পারত না। এখন সে গুছিয়ে কথা বলতে পারে এবং সংকোচও কেটে গিয়েছে।

সে হ্যালোকে বলছিল, "ক্যামেরা দিয়ে ছবিও তুলতে পারতাম না। কিন্তু এখন আমি সব পারি। মনকে দৃঢ় করে কাজের প্রতি আর্কষিত করেছি।"

রবিন আরও জানায়, দিনের বেশির ভাগ সময় এখন সে দোকানে কাটায়। রড় হয়ে সে গ্রামে ভালো একটা স্টুডিও ও কম্পিউটারের দোকান দিতে চায়। অনলাইন ভিত্তিক সব কাজ শিখে এখানেই ক্যারিয়ার গড়ার ইচ্ছা তার।

রবিনের বাবা হ্যালোকে বলেন, “আমার ছেলে বাজে কোনো আড্ডায় যায় না। দোকানে বসে, আমার কাজে সাহায্য করে। এতে আমি অনেক খুশি। ওকে আমি সব সময় কাজের প্রতি উৎসাহিত করছি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com