পার্কে ভীড় করছে শিশুরা (ভিডিওসহ)

দীর্ঘ এই অবসরে কিছুটা স্বস্তি পেতে পার্কে ভিড় করছে শিশুরা।
পার্কে ভীড় করছে শিশুরা (ভিডিওসহ)

ফেনী শহরের অদূরে ফেনী-পরশুরাম সড়কের পাশে কাজিরবাগ ইকোপার্কে গিয়ে কথা হয় বেশ কয়েকজন শিশু অভিভাবকের সঙ্গে।

পার্কে ঢুকতেই দেখা যায়, বিভিন্ন ধরনের গাছগাছালির  মাঝে খোলামেলা জায়গায় খেলছে শিশুরা। স্লিপার, ঢেঁকি, দোলনা ও ব্যাঙের ছাতাসহ শিশুদের খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের অবকাঠামো।

আরহাম নামে এক শিশু হ্যালোকে বলে, "আমি এখানে ঘোড়া আর দোলনাতে চড়ছি, আমার অনেক ভালো লাগছে।"

নিবির নামে আরেকজন বলে, "আমরা অনেকদিন বাসায় ঘরবন্দি ছিলাম। এখন পার্ক খুলে দিছে। এজন্য সবাই মিলে ঘুরতে আসছি।"

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবরার ফাহিম ফুয়াদ হ্যালোকে বলে, "আমি এখানে হরিণ দেখছি আর বানর দেখছি।"

মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে আসা সোহেল মিয়া নামে একজন অভিভাবক হ্যালোকে বলেন, "মেয়ে ঘরে বিরক্ত হইতেছিল। তাই পার্কে ঘুরতে নিয়ে আসছি।"

ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে এসেছেন সুমাইয়া আক্তার। তিনি হ্যালোকে বলেন, "স্বাস্থ্যবিধি মেনে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি। বাচ্চারা এসে খুবই আনন্দিত।"

পার্কটিতে প্রবেশে প্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা এবং শিশু ও শিক্ষার্থীদের জন্য রাখা হচ্ছে ১০ টাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com