Published: 2020-12-31 21:10:33.0 BdST Updated: 2020-12-31 21:10:33.0 BdST
বারো বছর বয়সী আদনান আলম আলভী বলে, “প্রতিবার শীত এলেই আমরা ব্যাডমিন্টন খেলি। এবারও খেলতেছি। কিন্ত এবার করোনার জন্য তেমন আনন্দ নেই।”
স্কুল পড়ুয়া জিহান বলে, “প্রতি বছরই বাহিরে অনেক জায়গায় খেলতে যাই। এবার করোনার জন্য বাইরে কোথাও যেয়ে খেলতে পারছি না। বাড়ির সামনেই কোর্ট কেটে খেলতেছি।”
শীতের সন্ধ্যায় বা রাতে ব্যাডমিন্টন খেলার মজাই যেন আলাদা। ব্যাডমিন্টন ছাড়া যেন শীত উপভোগ্য হয়ে ওঠে না।
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।