চট্টগ্রামের ওলি-গলিতে ব্যাডমিন্টন (ভিডিওসহ)

শীতের মৌসুম আসলেই প্রতিবছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার শিশুরা লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার উৎসবে মেতে ওঠে। তবে করোনা পরিস্থিতির কারণে এবার নেই তেমন আমেজ। তবুও  মৌসুমি এই খেলাকে আর উপভোগ না করে থাকা যায় না। তাই এবারও ছেলেরা মাঠে নেমেছে তাদের র‍্যাকেট নিয়ে।
চট্টগ্রামের ওলি-গলিতে ব্যাডমিন্টন (ভিডিওসহ)

বারো বছর বয়সী আদনান আলম আলভী বলে, “প্রতিবার শীত এলেই আমরা ব্যাডমিন্টন খেলি। এবারও খেলতেছি। কিন্ত এবার করোনার জন্য তেমন আনন্দ নেই।”

স্কুল পড়ুয়া জিহান বলে, “প্রতি বছরই বাহিরে অনেক জায়গায় খেলতে যাই। এবার করোনার জন্য বাইরে কোথাও যেয়ে খেলতে পারছি না। বাড়ির সামনেই কোর্ট কেটে খেলতেছি।”

শীতের সন্ধ্যায় বা রাতে ব্যাডমিন্টন খেলার মজাই যেন আলাদা। ব্যাডমিন্টন ছাড়া যেন শীত উপভোগ্য হয়ে ওঠে না।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com