কানামাছি ভোঁ ভোঁ (ভিডিওসহ)

‘কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছো’-এই লাইনটি জানে না এমন কোনো বাঙালি শিশু হয়ত খুঁজে পাওয়া যাবে না।
কানামাছি ভোঁ ভোঁ (ভিডিওসহ)

কানামাছি খেলায় সুরে সুরে এই কথাগুলো বলতে শোনা যায় প্রত্যেককেই। এই খেলা কালের বিবর্তনে হারিয়ে গেলেও এখনো চোখে পড়ে কোথাও কোথাও। 

ফেনী সদরে নাবিলা, পায়েল, তানহা, সামিন প্রায় প্রতিদিনই খেলে থাকে এই খেলা।

খেলায় আলাদা কোনো সরঞ্জাম থাকে না বলে যখন ইচ্ছে তখনই এই খেলা খেলে বলে জানায় তারা।

করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ তাই এইখেলা খেলেই বেশিরভাগ সময় পার হয় বলে জানায় আলিয়া নূরানি মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী সাদিয়া জাহান নাবিলা।

ফেনী ইস্পাহানি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া জাহান পায়েল হ্যালোকে বলে, “আমরা ভাই-বোন সবাই মিলে একসাথে খেলি।”

ড্যাফোডিল রেসেডেন্সিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিন উদ্দিন হ্যালোকে বলে, “আমার প্রতিদিন কানামাছি খেলতে ভালো লাগে।” 

কানামাছির পাশাপাশি আরও অনেক খেলাই খেলে বলে জানায় ফেনী শিশু নিকেতন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী  সুমাইয়া তাবাসসুম তানহা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com