‘সন্তানকে দূরে রেখে ভাগ্য বদলাতে ঢাকায়’ (ভিডিওসহ)

জীবিকার জন্য বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়েকে বাধ্য হয়ে গ্রামে রেখে ঢাকায় এসেছেন আঁখি বেগম। আয়ের আসায় প্রতিদিন রাজধানীর মিরপুরে পিঠা তৈরির ছাঁচ বিক্রি করতে বসেন তিনি।
‘সন্তানকে দূরে রেখে ভাগ্য বদলাতে ঢাকায়’ (ভিডিওসহ)

দেশীয় পিঠা তৈরি করতে নানা আকৃতির পিঠার ছাঁচের প্রয়োজন হয়। মাটির পিঠার ছাঁচের চাহিদাও তাই বেশি।

স্বামীর মৃত্যুর পর অভাবের জীবনে নিজের একমাত্র মেয়েকে নিজের কাছে রাখতে পারছেন না। ভাগ্য বদলের আশায় রাজধানীতে নিজেই ঠিকমত তিন বেলা খেয়ে চলতে পারেন না। তাই বাধ্য হয়েই মেয়েকে রাখতে হয়েছে দূরে।

পেটে ক্ষুধা নিয়ে নানা সমস্যার সাথে লড়াই করতে হয় এই নারীর। নিজের কোনো দোকান নেই, ফুটপাতে বিক্রি করতে হয় বলে নানা ঝামেলার মধ্যে পড়তে হয় প্রতিনিয়ত।

আঁখি বেগম বলেন, “সংসার চলে না ভাইয়া। একটা মেয়ে আছে দেশের বাড়িতে রাখছি। অনেক কষ্ট করি, বেচতে বসলে পুলিশ মাইরা উঠায় দেয়, এতো নির্যাতন করলে ক্যামনে ভালো থাকমু। করোনার কারণে আগে যাও বেচা কিনা হতো এখন তা হচ্ছে না।”

মিরপুর ১২ নম্বর এলাকার একটি বস্তিতে থাকেন তিনি। বর্তমানে শারিরীক অসুস্থতা থাকলেও তাকে রাস্তায় নেমে ব্যবসা করতে হচ্ছে। প্রতিদিন দুই থেকে তিনশ টাকা আয় হয়। তবে কখনো কখনো ৫০০ টাকাও হয়ে থাকে।

তিনি বলেন, “এখন কর্ম কইরাই তো খাইতে হবে। যখন কিছুই হয় না তখন মানুষের কাছে চাইয়া খাইতে হয়।” 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com