Published: 2020-12-29 19:53:34.0 BdST Updated: 2020-12-29 19:56:41.0 BdST
তার কাজ ফেলে দেওয়া প্লাস্টিকের পানির বোতল সংগ্রহ করে তা পুনরায় লঞ্চের পানির প্লান্ট থেকে ভরে বিক্রি করা।
রাকিব তার কাজ সম্পর্কে বলে, “আমি বোতল টোকাই এরপর এগুলারে বান্ডিল করি, রশি দিয়া বাঁধি। তারপর লঞ্চ থেইকা প্রতি বোতল দুই টাকা কইরা পানি ভরি আবার দশ টাকা বোতল বিক্রি করি।”
এ কাজে তার প্রতিদিন দুইশ থেকে দুই হাজার টাকা আয় হয়। আয়ের কথা জানতে চাইলে রাকিব বলে, “টাকা কামাইয়া মায়ের কাছে পাঠাই।”
লেখাপড়ার ইচ্ছা থাকলেও পারিবারিক অভাব অনটনের সঙ্গে লড়াই করে লেখাপড়া চালিয়ে যেতে পারেনি। বাবা মারা যাওয়ার পর দ্বিতীয় শ্রেণিতেই বন্ধ হয়ে যায় লেখাপড়া।
লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া নিয়ে রাকিব হ্যালোকে বলে, “বাপ মইরা গেছে তারপর আর লেখাপড়া করতে পারি নাই। আইয়া পড়ছি।”
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।