Published: 2020-12-28 01:11:21.0 BdST Updated: 2020-12-28 01:14:35.0 BdST
তেল দেওয়া, টাকা নেওয়াসহ সকল কাজই করেন নারীরা। দিনের বেলায় দুই শিফটে পাঁচ জন নারী কাজ করেন এখানে।
কোথাও তেমন নারীদের এ পেশায় কাজ করতে দেখা না গেলেও কাজটি খুব সুবিধাজনক বলেই দাবি করেছেন এখানকার কর্মীরা।
এখানকার কর্মী পিঙ্কি আক্তার আগে পোশাক কারখানায় কাজ করতেন। ছোট বাচ্চাকে দেখতে হয় বলে তিনি আর কাজ চালিয়ে যেতে পারেননি। তারপর ছয় মাস ধরে এই পাম্পে কাজে নিয়েছেন। এখানে দুই শিফটে কাজ করেন তিন।
কখনোও সকাল ৬টা থেকে দুপুর ২টা আবার কখনো ২টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন তিনি। এই কাজটি তার সুবিধাজনক এবং কাজটি তাকে স্বাবলম্বী করেছে। সন্তানকেও তিনি এখন পড়াতে পারছেন।
তারই মতো আরেক নারী খাদিজা আক্তার। এই ফিলিং স্টেশনের কাজটি তার প্রথম চাকরি। স্বামীর একার আয়ে সংসার চলে না। আবার রয়েছে ছোট বাচ্চা যাকে একা রেখে কাজে যাওয়া সম্ভব ছিল না খাদিজার। এখন সন্তান সাথে নিয়ে ফিলিং স্টেশনে কাজ করেন তিনি।
খাদিজা বলেন, “বেতন যাই পাই না কেন কেন কাজ করতে ভালো লাগে কারণ আমি বাচ্চাটাকে নিয়ে কাজটা করতে পারি।”
কিছু মানুষ কটুক্তিও করলেও এসব সামাল দিয়ে ভালোভাবেই তারা তাদের কাজ চালিয়ে যেতে পারেন বলে জানালেন।
এসব অভিজ্ঞতার কথা বলতে গিয়ে খাদিজা বলেন, “কিছু মানুষ অনেক সময় একটা খারাপ কথা বলে ফেলে, আবার যখন বুঝাইয়া বলি যে আপনারও তো মা বোন আছে। আমরা কাজ করে খাই আমরা ছোট না। তখন আবার অনেকে নিজের ভুল বুঝতে পারে।”
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।